আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি নেচে গেয়ে মাতিয়ে রাখবেন শাকিরা। ‘দিস টাইম ফর আফ্রিকা’ শিরোনামের গানটি গাইবেন তিনি। সঙ্গে তাঁর জাদুকরি নৃত্য তো থাকবেই। ১১ জুলাই সমাপনী দিনেও হাজির হবেন শাকিরা। এ তো গেল শাকিরার কথা। আমাদের দেশের সংগীতশিল্পীরাও বাদ যাবেন কেন? ফকির আলমগীর, শুভ্রদেব, এস আই টুটুল এরই মধ্যে বিশ্বকাপ ফুটবল নিয়ে তৈরি করেছেন নতুন গান। দেশের বিভিন্ন টিভি চ্যানেলে এ গানগুলো পুরো এক মাসজুড়ে প্রচার হবে। বিটিভি থেকে শুরু করে প্রতিটি টিভি চ্যানেলেই রয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। বিটিভি বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান ও ফাইনাল খেলাটি সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া মোট ২৪টি খেলা সরাসরি সম্প্রচার করবে। বিটিভির অনুষ্ঠান বিভাগের উপমহাপরিচালক কামরুন্নেসা হাসান জানান, প্রথম রাউন্ডের ১২টি, দ্বিতীয় রাউন্ডের ৮টি, কোয়ার্টার ফাইনালের দুটি এবং সেমিফাইনালের দুটি খেলা প্রচার করবে বিটিভি।
চ্যানেল আইয়ে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে প্রচার হবে ‘বিশ্ব কাপে বিশ্ব কাঁপে’। অনুষ্ঠানে প্রতিদিনের খেলা নিয়ে থাকবে বিশেষজ্ঞ ব্যক্তিদের মতামত ও আলাপচারিতা। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান ও সাবেক জাতীয় ফুটবলাররা। আমিনুল ইসলাম রাজুর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কামাল আহমেদ ও পার্থ তানভীর নভেদ। ম্যাচ অ্যানালিস্ট হিসেবে প্রতি পর্বে উপস্থিত থাকবেন সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক। আরটিভিতে প্রতিদিন বিকেল ৫টায় রয়েছে ‘বিশ্ব কাঁপে ফুটবলে’। আরিফ খান জয়ের উপস্থাপনা ও শফিকুল ইসলাম টুটুলের প্রযোজনায় অনুষ্ঠানে প্রতিদিন একজন করে দেশের খ্যাতনামা ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। এ ছাড়া তারকাশিল্পী, সিনিয়র ক্রীড়া সাংবাদিক, রাজনীতিবিদ ও খ্যাতনামা ব্যবসায়ী_যারা ফুটবলকে ভালোবাসেন তাঁরাও এ অনুষ্ঠানের অতিথি হয়ে আসবেন। রাত ১১টা ২৫ মিনিটে প্রতিদিন বাংলাভিশনে প্রচার হবে কাজী সাবি্বরের উপস্থাপনায় রিয়াজউদ্দীন মাহমুদ রাজন ও মাহফুজুর রহমানের প্রযোজনায় বিশ্বকাপ নিয়ে অনুষ্ঠান ‘বিশ্বকাপ প্রতিদিন’। দেশ টিভিও পিছিয়ে নেই। সেরা তারকাদের নিয়ে শুরু দেশ টিভি প্রতিদিন ৭টা ৪৫ মিনিটে প্রচার করছে ‘চ্যাম্পিয়নের দেশে’। ‘বিশ্বকাপ প্রতিদিন’ ও ‘মাঠ কাঁপানো তারকা’ নামে নতুন দুটি অনুষ্ঠানও প্রচার করতে যাচ্ছে চ্যানেলটি। দিগন্ত টিভিতে প্রতিদিন রাত ১১টা ৫ মিনিটে থাকছে লাইভ ম্যাগাজিন শো ‘বিশ্বজুড়ে বিশ্বকাপ’। জহিরুল ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ শফিকুল ইসলাম মানিক। অনুষ্ঠান চলাকালে দর্শকরা খেলার যেকোনো তথ্যের জন্য ও কুইজে অংশ নিতে ই-মেইল করতে পারবেন ননরংংড়পঁঢ়_মসধরষ.পড়স এই ঠিকানায়।