১৭ আগষ্ট ১৯৭১ মুক্তিবাহিনী ময়মনসিংহ কিশোরগঞ্জ রাস্তায় পাকবাহিনীর চলাচল বাধাগ্রস্থ  করার লক্ষ্যে সেতু ধংসের সিদ্ধান্ত গ্রহন করে । স্থানীয় কমান্ডার আব্দুস সালাম ফকিরের নেতৃ্ত্বে একটি দল রামগোপালপুর ও মিরপুরের মাঝে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ রাস্তায় সেতু ধংস করার জন্য অগ্রসর হয় । শিবপুর গ্রামে অবস্থান নিয়ে মুক্তিবাহিনী এই আক্রমন চালায় । ফজরের আজানের কিছুক্ষন পরেই সেতুর উভয় পাশে মাইন বসিয়ে সেতু ধংস করা হয় ।  সকাল সাড়ে ৭ টার মধ্যে এই রাস্তা ঐ রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে ।

এই যুদ্ধে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধার হলেন – আব্দুস সালাম ফকির, নূরুল ইসলাম, আব্দুস সালাম, আবু তাহের মিয়া, তাহের উদ্দিন, মতিউর রহমান, হাবিবুর হরমান হিরু প্রমুখ ।