কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধনে গতকাল সোমবার হামলার অভিযোগ পাওয়া গেছে।গত রোববার উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে গিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেন। এর প্রতিবাদে গতকাল এই মানববন্ধন ও দিনব্যাপী কর্মবিরতি পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) শাহ আলম  বলেন,  মানববন্ধন চলাকালে একদল লোক এসে হামলা চালায়। অনেক কর্মকর্তা-কর্মচারী তাদের দ্বারা লাঞ্ছিত হন।  তিনি বলেন, ‘কুলিয়ারচরের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ব্যথা পেলে আমরা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কাঁদতেও পারব না।’

আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীর ক্ষুব্ধ হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইউএনও শাহ আলম বলেন, ‘কুলিয়ারচরে এডিবি, কাবিটা, টিআর (ক্যাশ), টিআর (সাধারণ) কর্মসূচি, স্থানীয় সাংসদের বরাদ্দসহ প্রায় চার কোটি টাকার কাজ চলছে। দুঃখজনক হলেও সত্য, কোনো প্রকল্পেরই যথাযথ কাজ হচ্ছে না।  কাজ না করেই প্রকল্পের টাকা তুলে নিতে চাইছেন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেই সুযোগ না দেওয়ার কারণে তাঁরা আমার ও সরকারি কর্মকর্তাদের ওপর ক্ষুব্ধ।’

অভিযোগ অস্বীকার করে গতকাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া বলেন, ‘আমাদের জানামতে, মানববন্ধন হয়নি। বাধা দেওয়া বা হামলা চালানোর প্রশ্নই ওঠে না।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন প্রথম আলোকে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করে জনগণকে সেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছেন।

-Prothom alo