কবি চন্দ্রাবতীর মন্দির থেকে ৩০০ বছরের পুরোনো মূল্যবান শিবলিঙ্গ চুরি হয়েছে। মঙ্গলবার রাতের কোনো এক সময় অজ্ঞাত চোরেরা মন্দিরের গেট ভেঙ্গে এই শিবলিঙ্গ চুরি করে। বুধবার সকালে ভক্তরা পূজা দিতে গিয়ে মন্দিরের গেট ভাঙ্গা দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় বাসিন্দা অর্জুন চক্রবর্তী জানান, কিশোরগঞ্জ সদরের মাইজখাপন ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের দেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ির মন্দিরে ৩ থেকে ৪’শ বছরের পুরোনো শিবলিঙ্গ চুরি করে চোরদল।

তিনি জানান, প্রতিদিনের মতো সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে মন্দিরের প্রবেশগেট ভাঙ্গা অবস্থায় পাই। পরে এলাকাবাসী একত্রিত হয়ে পুলিশকে খবর দিই। কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন ঘটানাস্থলে রয়েছেন। তিনি জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও একই মন্দির থেকে ১৯৯১ সালে শতবর্ষের পুরোনো আরো একটি শিবলিঙ্গ চুরি হয়। তবে চোরদের নাগাল পায়নি পুলিশ।