কিশোরগঞ্জ থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন হাতেম আলী, আজিজুল, দুলাল হোসেন, সেলিম, জুয়েল, সালাম ও আলম। তাঁদের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ সময় একটি চাপাতি, একটি ছোরা, কিরিচ ও বল্লম উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রোকন উদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ইঞ্জিনচালিত নসিমন ও অন্যান্য পরিবহনে ডাকাতি করত। তারা পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান,গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় গতকাল এএসআই মো.রোকন উদ্দিন বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের করেছেন।

গতকাল তাঁদের বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

-প্রথম আলো