ডাচ সুন্দরীদের নিয়ে ভালোই বিপাকে পড়েছে ফিফা এবং দক্ষিণ আফ্রিকার স্থানীয় আয়োজক কমিটি। দক্ষিণ আফ্রিকার ভেতর এবং বাইরে সব জায়গায় সমালোচনার শিকার হচ্ছে তারা। ডেনমার্কের সঙ্গে ম্যাচ চলাকালীন হল্যান্ডের বেশ কয়েকজন মহিলা সমর্থক কমলা রঙের মিনি ড্রেস পরে এসেছিল সকার সিটি স্টেডিয়ামে। তাদের ড্রেসে ছিল হল্যান্ডের ‘বাভারিয়া’ বিয়ার (মদ) কোম্পানির লোগো, যা ফিফার মার্কেটিং নীতির বিরোধী। এ কারণে দু’জন ডাচ সমর্থককে গ্রেফতার করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। গ্রেফতারের এ ঘটনা নিয়েই এখন বিশ্বকাপের মাঠের বহিরাঙ্গন উত্তপ্ত। ফিফার সমালোচনায় মুখর হয়েছে হল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম ভারহেগেন বলেন, ‘দু’জন নিরীহ নাগরিককে গ্রেফতার করা একেবারেই অযৌক্তিক। সমর্থকরা তাদের ইচ্ছামতো ড্রেস পরবে। এটা তাদের স্বাধীনতা। কিন্তু ফিফা সমর্থকদের সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। যদি দক্ষিণ আফ্রিকা এবং ফিফা অবৈধ মার্কেটিং নিয়ে অভিযান চালাতে চায় তাহলে তাদেরও একটা নিয়মের মধ্যে আসতে হবে।’ তবে ফিফা বলছে, ‘বিয়ার কোম্পানিটিই অবৈধভাবে সাধারণ নাগরিকদের ফাঁদে ফেলে তাদের প্রচারণা চালাচ্ছে।’