ফলটির নাম থৈকর। কেউ কেউ থৈকোলও বলে থাকে। এটি পাওয়া যায় সিলেটের পাহাড়ি টিলায়। খেতে টক। কাঁচা অবস্থায় এ ফলের রং গাঢ় সবুজ,পাকলে হয় হলদে। সিলেটে ফলটি বেশ জনপ্রিয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বনায়ন বিভাগের সহকারী অধ্যাপক সামিউল আহসান তালুকদার জানান, থৈকর বা থৈকোল ভারতের আসামের একটি আদি ফল।

সিলেট অঞ্চল আসামের পাশাপাশি হওয়ায় ফলটি এখানে পাওয়া যায়। উঁচু টিলায় এ ফল ভালো হয়। বাণিজ্যিক ভিত্তিতে চাষ করলে লাভবান হওয়া সম্ভব। এটি একটি ঔষধি ফল।

-কালের কন্ঠ