ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরের শহীদ স্মৃতি আদর্শ কলেজ প্রাঙ্গণ থেকে গতকাল মঙ্গলবার কামরুজ্জামান কামাল (৩২) নামে এক যুবককে নান্দাইল থানা পুলিশ আটক করেছে। আটককৃত যুবক জঙ্গি সংগঠনের একজন সক্রিয় সদস্য বলে পুলিশ সন্দেহ করছে। কামাল নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউপির কালিয়ান গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। নান্দাইল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পুলিশ আরো জানায়, কামরুজ্জামান কামাল ২০০৬ সালের আগস্টে ভালুকা উপজেলার জীবনতলা নুরুল উলুম কওমি মাদ্রাসা থেকে র‌্যাবের হাতে আরো সঙ্গীসহ আটক হয়েছিল। এ ব্যাপারে ভালুকা থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের মামলায় অভিযোগপত্রের আসামি হিসেবে জেলগেটে ২০০৮ সালে উচ্চ আদালত থেকে জামিন পায়। নান্দাইল কলেজের শিক্ষার্থীরা জানায়, গ্রেপ্তারকৃত যুবক কলেজের ছাত্র নয়, কিন্তু কলেজে তার আসা-যাওয়া ছিল। এ ব্যাপারে কামরুজ্জামান কালের কণ্ঠকে জানান, তিনি নিজের জন্য পাত্রী দেখতে কলেজে গিয়েছিলেন।

কালেরকন্ঠ – ২১ জুলাই ২০১০