সম্প্রতি ৫০ কোটি ব্যবহারকারীর মাইলফলক পেরোনোর ঘোষণা দিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক। জানা গেছে, মাত্র গত ৬ মাসেই ফেসবুকে নাকি ১০ কোটি নতুন ব্যবহারকারী যোগ দিয়েছেন। খবর বিবিসি অনলাইনের।

এদিকে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের বরাতে বিবিসি জানিয়েছে, তিনি বলেছেন, ‘আমি ৬ বছর আগে যখন প্রথম ফেসবুক চালু করি, সেসময় আমার কল্পনাতেও আসেনি যে, মানুষের জীবনের অনুষঙ্গ হয়ে উঠবে ফেসবুক’। জুকারবার্গ ফেসবুক ব্যবহারকারীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আপনারা সারাবিশ্বে একটা আলোড়ন তুলেছেন’।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ৫০ কোটির কোঠায় পৌঁছানোর দিনটি উদযাপন করতে ফেসবুক একটি অ্যাপ্লিকেশনও চালু করেছে। এই অ্যাপ্লিকেশনটির নাম ‘ফেসবুক স্টোরিজ’। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী তার নিজের গল্প লিখতে এবং অন্যের গল্প পড়তে পারবেন।