‘স্বল্প আয়ের মানুষের জন্য মানসম্মত ফোনসেট’ স্লোগানে বাংলাদেশের বাজারে এসেছে চীনের মোবাইল ফোন জি-ফাইভ। এটি বাজারজাত করছে ইজি ওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেড। নতুন এ মোবাইল ফোনসেট বাজারজাতকরণ উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি দেশের মানুষকে অনেকটা পথ এগিয়ে দেবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বসু বলেন, ‘নতুন প্রযুক্তি হিসেবে বাংলাদেশের মানুষ জি-ফাইভ গ্রহণ করবে কি না, তা নির্ভর করবে এর সেবার ওপর।’
জি-ফাইভ মোবাইলের বিভিন্ন দিক তুলে ধরেন ইজি ওয়ার্ল্ড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, জি-ফাইভ এ দেশে চীনের নিজস্ব কোনো ব্র্যান্ড হিসেবে প্রথম কোনো মোবাইল ফোনসেট এবং এটি চীনে সর্বাধিক বিক্রীত ও জনপ্রিয় একটি হ্যান্ডসেট।
অনুষ্ঠানে জানানো হয়, এই মোবাইল ফোনসেট আটটি ভিন্ন মডেলে তিন হাজার ২০০ থেকে পাঁচ হাজার টাকায় এ দেশে পাওয়া যাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইজি ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হকসহ অনেকে।