একুশে টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘বিপ্রতীপ’-এ অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন অগ্নিলা। ওই নাটকের দীপারূপী এই মেয়েটিকে দর্শক আজও ভোলেনি। আট বছর পর গত সপ্তাহে তিনি দেশে ফিরেছেন। অগি্নলা এখন ইউনিভার্সিটি অব টরন্টোতে রাজনীতিবিজ্ঞান বিষয়ে চতুর্থ বর্ষের ছাত্রী। টরন্টোতে তাদের পরিবারের সঙ্গে শহীদ মুনীর চৌধুরীর ছেলে মিশুক মুনীর ও তার স্ত্রী মঞ্জুরী কাজীর যোগাযোগ আছে। চলতি বছরের মার্চে মঞ্জুরী কাজী ‘আমিই বীরাঙ্গনা’ নামে একটি মঞ্চনাটকে অভিনয়ের প্রস্তাব দেন অগি্নলাকে। তিনি সম্মতি জানিয়েছেন। এখানে তিনজন নারী তাদের জীবনের কথা তুলে ধরবে। অগি্নলার পাশাপাশি এতে অভিনয় করবেন কনক ও দীপ্তি নামের দুটি মেয়ে। আগামী মাসে টরন্টোতে এর উদ্বোধনী মঞ্চায়ন হবে। তাই চলতি মাসের শেষ সপ্তাহে আবার কানাডায় চলে যাবেন অগ্নিলা।