সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় নৌকাডুবিতে স্কুলছাত্রী, নারী ও শিশুসহ ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার শৈলচাপড়ি হাওরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন শাহ জানান, সকালে উপজেলার পাইকরহাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রাম থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা উপজেলার বাদশাগঞ্জে যাচ্ছিল। পথে সেলবরষ ও পাইকরহাটি ইউনিয়নের মধ্যবর্তী শৈলচাপড়ি হাওরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে প্রায় ২৫ জন যাত্রী নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ১২ জনের মৃতদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে ছয়জন স্কুলছাত্রী, চারটি শিশু ও দুইজন নারী রয়েছেন। আহতাবস্থায় উদ্ধার করা হয় দুই জনকে। সরেজমিনে দেখা যায় নিখোঁজদের উদ্ধারের জন্য স্থানীয় লোকজন চেষ্টা চালাচ্ছেন।
উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিয়া সকাল সাড়ে ১০টায় জানান, ‘আমরা খবর পেয়েছি। পুলিশ ও প্রশাসনের লোকজন হাওরে যাচ্ছেন।