খ্যতিমান লেখক এবং ইসলামী চিন্তাবিদ সৈয়দ নাজিমুদ্দিন আহমেদ ১৮০৫ সনে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানা আজকের উপজেলা আঁটগাঁও-এ জন্মগ্রহন করেন।তিনি তার চাচা সৈয়দ রহিমুদ্দিনের(ফরাসি ভাষার অধ্যাপক)কাছ থেকে প্রাথমিক উর্দু,আরবী ও ফারাসি শিক্ষা লাভের পর উচ্চশিক্ষা লাভের জন্য দিল্লি ও লক্ষ্মৌ গমন করেন তিনি সেখানে উর্দু,ফারাসি,আরবী ছাড়াও ইউনানী চিকিৎসা ও জ্যোতিবিদ্যায় প্রগাড় অজন করেন।তিনি ‍‌উত্তর ভারতে আবস্থানকালে সৈয়দ আহমদ বেরলবীর হাতে বয়াত হন।এবং যেহাদ আন্দেলনে আংশ নেন।১৯৩০ সালে বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমদ বেরলবী শাহাদৎ বরনকালে তিনি কলিকাতা চলে আসেন এবং টালিগঞ্জে বসবাসরত টিপু সুলতানের পুত্র শাহাজাদা গোলাম হোসাইনের অনুরোধে তার দরবারে মেহমান হন।তিনি সেখানে শাহাজাদা পুত্রের শিক্ষক নিযুক্ত হন।এবং একই সাথে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন,এবং বিভিন্ন সভা সমিতিতে অংশ নেন। তিনি মৌলানা কেরামত আলী জৈনপুরী সাহেবর সহযোগী হয়ে হিসাবে র্ধমপ্রচার শুরু করেন।তার ছদ্ম নাম ছিল নাদের,আর তাই তার রচিত কাব্যর নাম-’দেওয়ানই-নাদের“।আরবী,ফারসী কবিতা বা ’শের’রচনায় তিনি ইরানী কবিদের সমকক্ষ ছিলেন।১৮৬৫ সনে তিনি ইন্তেকাল করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবী বিভাগের গ্রন্থাগারে আজও তার বহু মুল্যবান গ্রন্থটি সংরক্ষিত আছে।