জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদের বক্তব্যকে হাইকোর্টের এক বিচারপতি ‘রাষ্ট্রদ্রোহের শামিল’ বলে মন্তব্য করার প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে স্থানীয় কয়েক হাজার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী।

আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বাজিতপুরের সরারচর রেল স্টেশনে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্ধুর এক্সপ্রেসটি আটক করে রাখে নেতা-কর্মীরা। এছাড়া ভৈরব থেকে কিশোরগঞ্জগামী লোকাল ট্রেনটিকে ভাগলপুর রেলস্টেশনে স্থানীয় জনগণ আটক করে রাখে।
বাজিতপুর উপজেলার পিরিজপুরে সকাল থেকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় জনতা। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে আছে। বাজিতপুর-নিকলি আসনের সাংসদ আফজাল হোসেন বলেন, ‘মাননীয় স্পিকারের বাড়ি কিশোরগঞ্জ। তাই বিচারপতির বক্তব্যে ক্ষুব্ধ কিশোরগঞ্জবাসী সড়কপথ অবরোধ করে রেখেছে।’

বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং পিরিজপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম গোলাপ বলেন, ‘স্পিকার আবদুল হামিদ হলেন আমাদের সন্তান। তাঁর বিরুদ্ধে হাইকোর্টের বক্তব্যে আমরা ক্ষুব্ধ হয়েছি। এর বিচারের দাবিতে জনতা সড়ক ও রেলপথ অবরোধ করেছে।’  বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমজাদ হোসেন সড়ক ও রেলপথ অবরোধের সত্যতা স্বীকার করে বলেন, কীভাবে দ্রুত অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা যায় সে চেষ্টা চলছে। সুত্রঃ প্রথম আলো