দেখতো চেয়ে আমাকে চিনতে পারো কিনা? আমার যেমন এক অতি সাধারণ নাম আছে, তেমনি আছে এক সুন্দর নাম।সাধারণ নামটা হলো অড়বড়ই আর অন্যটা লবলী।আরও কয়েকটা নাম আছে-যেমনঃ নোয়াড়, পান্ডু, সুগন্ধমুলা, কোমলবল্কলা ও হরবড়োই । ভাবপ্রকাশে উল্লখ আছে-লবলীফলমস্রার্শঃ কফপিত্তহরং গুরু।
বিশদং রোচনং রুক্ষং স্বাদ্বম্লং তুবরং রসে।
তার মানে গুন পর্যায়ে আমি রক্তাংশে কফপিত্তহর গুরুপাক, বিশেষ রোচক, রুক্ষতা নিবারক,অম্ল ও কষার রস। নব্যের সমীক্ষায় দেখা যায়-ইদানীং আমার আরো অনেক গুন ধরা পড়েছে।যেমন- মুত্র রোগে ও লিভার টতনিক হিসেবে আমি বেশ জনপ্রিয় উঠেছি।
বসন্তরোগ রোধেও নাকি বেশহ কার্যকরী। তাছাড়া তৃষ্ণা নিবারণ ও রক্ত পরিষ্কারে আমার আছে এক অনন্য ভূমিকা,কারণ আমার ফল, বাকল ও মূলে আছে অনেক উপকারী সব রাসায়নিক পদার্থ।যেমন-ভিটামিন সি, ট্যানিনস, ফাইটোস্টেরল, গ্যালিক এসিড ও সাপোনিন। মেয়েরা গর্ভবতী অবস্থায় আমার টক ফল খেতে অনেক ভালবাসে।
-ডঃ নওয়াজেশ আহমদ