২৪ শে নভেম্বব, ২০১২ হাওড় অঞ্চলবাসীর আলোচনা সভায় বক্তারা নিরপেক্ষ আন্তজার্তিক সমীক্ষার পূর্ব পর্যন্ত টিপাইমুখ বাঁধ নির্মান স্থগিতের দাবি জানায়। টিপাইমুখ বাঁধের সম্ভাব্য লাভ লোকসান নির্ধারনের জন্য একটি নিরপেক্ষ আন্তর্জাতিক গবেষনার দাবি জানানো হয়েছে গত ২৪শে নভেম্বর হবিগঞ্জে অনুষ্ঠিত ভারতের টিপাইমুখ বাঁধ ও আন্ত নদী সংযোগ প্রকল্প শীর্ষক এক আলোচনা সভায়। বক্তারা গবেষনার ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত— ভারত সরকার এ বাধ নির্মান স্থগিত রাখবে এ মর্মে আনুষ্ঠানিক ঘোষনারও দাবি জানান।
‘হাওরঅঞ্চলবাসী’ নামক একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত শহরের আরডি হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পি কে দাশ। সভায় মূল বিষয় সম্পর্কে আলোকপাত করেন ড. হালিম দাদ খান। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন এডভোকেট হাসনাত কাইয়ুম, সাইদুর রহমান, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, কুতুব উদ্দিন শামীম, রন্টু পুরকায়স্থ, কামরুন ইসলাম চৌধুরী, আষুতোষ দাশ, শামসুদ্দোহা শোয়েব, খালেদ হোসেন চৌধুরী প্রমুখ।সভায় হাওড় অঞ্চলের স্বাভাবিক পানি প্রবাহ ক্ষতি গ্রস্থ হয় এমন সব কার্যক্রম বন্ধ এবং আন্তর্জাতিক নদী কনভেশনে বাংলাদেশকে এই ইষ্যুটি উপস্থাপন করার সুপারিশ করা হয়। এছাড়া ওই কনভেনশনকে আইনে পরিনত করার জন্য বাকি ১০টি দেশের তথ্য সংগ্রহের জন্য সক্রিয় উদ্যোগ গ্রহন করতে সরকারের কাছে দাবি জানানো হয় ওই সভায়।