সম্প্রতি টেক জায়ান্ট অ্যাপল কর্তৃপক্ষের তৈরি আইফোন ৪, আইপ্যাড এবং অন্যান্য মোবাইল ডিভাইসে ব্যবহৃত মাইক্রো-সিম কার্ডের আকার আরো ছোটো হচ্ছে বলে জানা গেছে। ইউরোপিয়ান টেলিকমিউনিকেশনস স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট (ইটিএসআই)-এর কাছে অ্যাপল মাইক্রো-সিম কার্ডের আকার ছোটো করার এই পরিকল্পনা পেশ করেছে। খবর রয়টার্স-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, অ্যাপল ডিভাইসের জন্য বেশি জায়গা বাঁচাতে মাইক্রো-সিম কার্ডের আকারে পরিবর্তন আনছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০১০ সালের অক্টোবর থেকেই অ্যাপল ছোটো সিম-কার্ড তৈরির পেছনে লেগেছে। এই সময় থেকেই সিম কার্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিমাল্টো’র সঙ্গে কাজ করছে অ্যাপল।

তবে, অ্যাপল এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মন্তব্য করেনি।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমএইচ/এইচবি/এইচআর/মে ২১/১১