শনিবার কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুঃস্থ মহিলাদের ভিজিডি কার্ডের গম আত্মসাতের অভিযোগে অষ্টগ্রাম সদর ইউনিয়নের সচিব আশরাফ হোসেনকে (কবীর) গ্রেফতার করা হয়েছে। জানা যায়, সকালে ১৬১টি ভিজিডি কার্ডের দুঃস্থ মাতার ৩ মাসের গম বিতরণের সময় প্রতি কার্ডে ১০ থেকে ১৫ কেজি করে কম দেয়া হয়। এতে মহিলারা ক্ষিপ্ত হয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সেবাস্তিন রেমার কাছে অভিযোগ করেন। তিনি তাত্ক্ষণিক বিষয়টি তদন্ত করে সত্যতা পান। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হলে অভিযুক্ত ইউনিয়ন পরিষদ সচিব আশরাফকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
You must log in to post a comment.