এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে ১০টি শিক্ষা বোর্ডের প্রধানদের গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সকাল সাড়ে ৯টায় ফলাফল হস্তান্তর করার কথা। এরপর দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তা প্রকাশ করা হবে।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার পর ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ হতে যাচ্ছে।
শিক্ষা বোর্ড থেকে ই- মেইল করেও অনেক কলেজে ফল পাঠানো হবে। শিক্ষার্থীরা পরীক্ষার ফল মোবাইল ফোনে এসএমএস করে ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও জানতে পারবে।
দেশের আটটি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে ফল পেতে www.educationboardresult.gov.bd এ লগ ইন করতে হবে। http://result.bted.gov.bd ঠিকানায় পাওয়া যাবে কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল। আর এসএমএস এর মাধ্যমে ফল পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
গত ১ এপ্রিল সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শেষ হয় মে মাসের দ্বিতীয় সপ্তাহে।
এ বছর ১০ বোর্ডের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৭ লাখ ৩৬ হাজার ৩৭৩ জন। এর মধ্যে ৪ লাখ ৪৬৪ জন ছাত্র এবং ৩ লাখ ৩৫ হাজার ৯০৯ জন ছাত্রী।
জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)