কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ২০১১ সালের এসএসসি পরীক্ষার্থী শিউলী আক্তার (১৫) গতকাল সোমবার পড়াশোনা করার সময় হঠাৎ মারা গেছে। তার বাড়ি লোহাজুরী ইউনিয়নের চর কাউনিয়া গ্রামে। শিউলীর মা রেখা আক্তার জানান, শিউলী সকালে একটু কেক ছাড়া অন্য কিছু খায়নি। তাঁর মেয়ের কোনো রোগ ছিল না। পড়াশোনা করার সময় সে অজ্ঞান হয়ে পড়ে গেলে তাঁরা তার মাথায় পানি ঢালেন। এ ছাড়া বিষপান করেছে মনে করে তাকে সামান্য গোবর খাওয়ানো হয়। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক চয়ন সাহা রায় জানান, হাসপাতালে আনার আগেই রোগী মারা গেছে।
How sad!