বাংলা-উর্দু সাহিত্য ফোরামের উদ্যোগে কবি মনির উদ্দিন ইউসুফ স্মরণে ২৬শে নভেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা ৭টা হতে এক মুশায়েরা অনুষ্ঠিত হয় সাহিত্যিক সাঈদ আহমদ আনিসের মোহাম্মদপুরের বাসভবনে। এতে কবিগন বাংলা ও উর্দু কবিতা আবৃত্তি, বিশ্লেষন কিশোরগঞ্জের গর্বিত সন্তান কবি মনির উদ্দিন ইউসুফের জীবন নিয়ে আলোচনা করেন । অনুষ্ঠানের মধ্যমনি হিসাবে ছিলেন কবি আসাদ চৌধুরী। আনুষ্ঠানে কবিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- আহমেদ ইলিয়াস, মাসুদুর রহমান, নাইমুন্নেসা, সৈয়দ ফাইয়াজ হোসাইন, জালাল আহমেদ আবাদী, সাবির আলী সাবির, খালেদ সিরাজী, শহীদ ইলিয়াস, সৈয়দ এনামুল আজিম, সাদিয়া আরমানী, কন্ঠ শিল্পী ও কবি সুবর্না চৌধুরী, সৈয়দ আফজাল হোসাইন, শামিম জামান, সাঈদ আহমেদ আনিস, সুল তানাহমদ সহিদ,সৈয়দ শাকিল আহাদ,সৈ্যদ আব্দুল মুসকুর, ফরিদা মাজিদ, জাহেদুল হক, জাফর আলম সহ আরো অনেক সংস্কৃতি মনা কাব্য প্রেমী ।
সবগুলো ছবি দেখতে ক্লিক করুন এইখানেঃ – ক্লিক
ভিডিও দেখুনঃ