কম দামে আন্তর্জাতিক কল করার জন্য মোবাইল ফোন থেকে আগামী মাস থেকে আর আগের মতো ০১২ নম্বর ব্যবহার করতে হবে না।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, দেশের বাইরে ফোন করার ক্ষেত্রে এখন থেকে সেই দেশের কোড নম্বরের আগে কেবল ‘০০’ বসালেই আগের মূল্যে আন্তর্জাতিক কল সুবিধা পাবে গ্রাহকরা।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, “সব আন্তর্জাতিক কলের মূল্য পুনর্মূল্যায়ণ করে একই ধরণের করা হয়েছে।”
সব ধরনের মোবাইল ফোনের গ্রাহকরা আগামী ১ আগস্ট থেকে আন্তর্জাতিক কলের ক্ষেত্রে ‘০০’ বসিয়ে কম মূল্যে কল করার সুবিধা পাবে।
তবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) গ্রাহকদের এ সুবিধা পেতে অপেক্ষা করতে হবে আরো কিছু দিন।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, “প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বিটিসিএল ১ আগস্ট থেকে এ সেবা দিতে পারছে না। তবে খুব শিগগিরি এ সুবিধা পাবেন বিটিসিএল গ্রাহকরা।”
You must log in to post a comment.