কিশোরগঞ্জে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। গতকাল প্রথম দিনে কিশোরগঞ্জ সার্কিট হাউসে দুজন নারী মুক্তিযোদ্ধাসহ কয়েকজন নারী তদন্ত দলের সদস্যদের কাছে তাঁদের ওপর পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকার, আলবদর ও আলশামস সদস্যদের নির্যাতনের বিবরণ তুলে ধরেন।
তিন সদস্যবিশিষ্ট তদন্ত দলের নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মনোয়ারা বেগম। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আসাদ উল্লাহ উপস্থিত ছিলেন। কমিটির অন্য সদস্যরা হলেন পরিদর্শক মুশফিকুর রহমান ও উপপরিদর্শক কালাচাঁদ মণ্ডল। এএসপি মনোয়ারা বেগম বলেন, কিশোরগঞ্জে প্রথম দিনে পাওয়া বক্তব্য ও তথ্য-প্রমাণ সন্তোষজনক।