কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপির ‘ঢাকা চলো’ কর্মসূচির প্রচার চালানোর সময় দলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে আজ বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জীবন মিয়া ও হেলিম মিয়া। জীবন বাজিতপুর উপজেলা তাঁতি দলের ও হেলিম উপজেলা ছাত্রদলের সদস্য। গতকাল বুধবার রাত ১০টার দিকে পৌর শহরের সিনেমা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ হেফাজতে হেলিম মিয়া সাংবাদিকদের বলেন, ‘আমরা বিএনপির কর্মী। ১২ মার্চের ঢাকার মহাসমাবেশ স্থলে কর্মীদের নিয়ে উপস্থিত থাকার বিষয়ে কাজ করছিলাম।’ তিনি বলেন, ‘গতকাল রাতে আমাদের নেতা স্থানীয় সাবেক সাংসদ মজিবুর রহমানের ছবি-সংবলিত পোস্টার লাগাচ্ছিলাম। এমন সময় পুলিশ এসে কেন পোস্টার লাগাচ্ছি, তা জিজ্ঞেস করে।’ হেলিম মিয়া বলেন, ১২ মার্চের সমাবেশে প্রচার চালানোর জন্য তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উপজেলা ছাত্রদলের সভাপতি মাহমুদুর রহমান অভিযোগ করেন, হেলিম ও জীবনের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ নেই। ১২ মার্চের মহাসমাবেশের স্বাভাবিক গতি থামিয়ে দেওয়ার জন্য দুই নেতাকে চুরির আসামি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার ও ভীতি ছড়ানো হচ্ছে। বাজিতপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান বলেন, ‘জীবন ও হেলিমের চলাফেরা, আচরণ, কথাবার্তা পুলিশের কাছে চোরের মতো মনে হয়েছে। পরে তাঁদের গ্রেপ্তার করে ওই ধারায় চালান দেওয়া হয়।

-প্রথম আলো