ঈদের আর মাত্র কয়েক দিন বাকি,তারপর ঈদ-উল-ফিতর।এই জন্য কেনাকাটার ধুম পরেছে অন্য শহরের মত কিশোরগঞ্জে ও।এজন্য বিক্রেতারাও গভীর রাত র্পযন্ত দোকান খোলা রাখছে। কিশোরগঞ্জে ইশাঁখা রোড এ বানিজ্যিক এলাকায় আনেকে এখনোও আনেকে কেনাকাটা করছে। সারা কিশোরগঞ্জে ঈদের আমেজ,আর এই আমেজ আরো আনন্দের হয় যখন মনে হয় কিশোরগঞ্জে ঈদের সবচেয়ে বড় ঈদের নামাজ ।
কিশোরগঞ্জে এই কেনাকাটার ধুম চাঁদ রাত পর্যন্ত থাকবে ।এবার ঈদে আগের বারের থেকে আনেক কম মূল্যে কেনাকাটা করা যাচ্ছে।