কিশোরগঞ্জের জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মিয়া মোহাম্মদ ফেরদৌস তৃতীয়বারের মতো সভাপতি এবং শহীদুল আলম শহীদ দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁরা দুজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি শফিকুল ইসলাম ও আশরাফ উদ্দিন। সহ-সাধারণ সম্পাদক আবদুস সোবহান ও শাহ আজিজুর রহমান। লাইব্রেরি সম্পাদক দিলরুবা খাতুন, সাংস্কৃতিক সম্পাদক এ এম সাজ্জাদুল হক, অডিটর হাবিবুর রহমান, সদস্য আতিকুল হক বুলবুল, অমিত কুমার দে, আবু সায়েম মজুমদার, সাঈদা হোসনা ও মোহাম্মদ আলী।