বর্ধিত ফি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেড় মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সিন্ডিকেট সদস্য ও ডিসিপ্লিনারী কমিটির সদস্যদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক ড. একেএম তফজল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় ৩ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। এর মধ্যেই পবিত্র রমজান মাস ও ঈদের বন্ধও থাকবে।
তিনি বলেন, “ছাত্রদেরকে সোমবার সন্ধ্যা ৬ টার মধ্যে হল ত্যাগ করতে হবে। আর ছাত্রীদেরকে মঙ্গলবার সকাল ১০ টার মধ্যে হল ত্যাগ করতে হবে।” বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ সিন্ডিকেট সদস্য ও ডিসিপ্লিনারী কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে বিকেল ৩ টায় এ বৈঠক শুরু হয়। শেষ হয় বিকাল সাড়ে ৪ টায়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় বন্ধ ও ছাত্র-ছাত্রীদেরকে হল ত্যাগের নির্দেশ জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে ক্যাম্পাসে মাইকিং শুরু করে।
-বিডিনিউজ২৪