এই উপজেলার আয়তন ১৯৩.৭৬ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ২,০৫,১৪০ জন। এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয় ১৮৩৫ সালে। জনশ্রুতি আছে, মোঘল আমলে বায়েজিদ খাঁ নামে জনৈক রাজ কর্মচারী তাঁর অপর ভ্রাতা ভাগল খাঁ, দেলোয়ার খাঁ সহ দিল্লি থেকে এখানে আসেন। কিছুদিন পর তাঁরা বাজিতপুর এলাকার আশে পাশে চারটি স্থানে তাঁদের স্ব স্ব বাসস্থান ঠিক করে নিলে বায়েজিত খাঁর বাসস্থানের নাম বায়েজিতপুর, পরে উচ্চারণ বিবর্তনে হয় বাজিতপুর।