ভিয়েতনামে শনিবার রাতে ঘূর্ণিঝড় কনসনের আঘাতে মৃতের সংখ্যা ৭০ জনে দাঁড়িয়েছে এবং আকস্মিক বন্যা ও ভূমি ধসের আশঙ্কায় সেনাবাহিনী রোববার দেশটির উত্তরাঞ্চল থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে।
টাইফুন কনসোন গত সপ্তাহে ফিলিপাইনস ও চীনের দক্ষিণাঞ্চলের দ্বীপ হাইনানে আঘাত হানে। এরপর কসসোন সাধারণ মৌসুমি ঝড়ে পরিণত হয়ে শনিবার রাতে ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানে।
দেশটির রাষ্ট্রীয় বেতার ‘ভয়েস অফ ভিয়েতনাম’ জানিয়েছে, উপকূলীয় প্রদেশগুলো থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য সেনাবাহিনী সাড়ে তিন হাজার সৈন্য পাঠিয়েছে।
এছাড়া বন্যা হুমকির কারণে তিন পার্বত্য প্রদেশ থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।
বছরের দ্বিতীয়ার্ধে ফিলিপাইনস, চীন, তাইওয়ান, জাপান ও ভিয়েতনামে মৌসুমি ঝড় ও টাইফুন প্রায়ই আঘাত হানে।
ভয়েস অফ ভিয়েতনাম আরো জানায়, পারাসেল দ্বীপপুঞ্জের কাছে নিখোঁজ ছয় জেলেকে খুঁজতে নৌ বাহিনীর তিনটি জাহাজ পৌঁছেছে।
সরকার জানিয়েছে, উত্তরাঞ্চলে থান হোয়া প্রদেশে সাঁতাল কাটতে গিয়ে একজন ডুবে গেছে এবং ৬ জেলেসহ ১১ জন নিঁখোজ রযেছে।
টাইফুন কনসনে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে ফিলিপাইনস। সেখানে ৬৮ জন নিহত ও আরো ৮৪ জন নিখোঁজ রয়েছে।
এছাড়া চীনেও ২ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।
হ্যানয়, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)