ভৈরবে গতকাল সোমবার ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এঁদের পরিচয় জানা যায়নি।
ভৈরব রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি আন্তনগর ট্রেন সকাল সাড়ে ১০টার দিকে ভৈরবের মনামারা সেতু এলাকা অতিক্রম করছিল। এ সময় ওই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যক্তির (৩২) মৃত্যু হয়। দুপুর একটার দিকে স্থানীয় রামনগর সেতুর ভৈরব প্রান্তে আরেক ব্যক্তির (৩০) লাশ পাওয়া যায়। ওই ব্যক্তির পা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। এদিকে সন্ধ্যা ছয়টার দিকে ভৈরব স্টেশনের ২ নম্বর প্লাটফরমে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের (২২) মৃত্যু হয়।
ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, মৃত ব্যক্তিদের কারোরই পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের প্রত্যেকের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের লাশের ময়নাতদন্ত হবে।
You must log in to post a comment.