কিশোরগঞ্জের ভৈরবে স্থানীয় একটি মন্দিরের এক সেবায়েত খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শহরের কাঠবাজার এলাকায় তিনি খুন হন। ঘটনায় জড়িত সন্দেহে বান্টি নামে পৌর শহরের দক্ষিণপাড়ার এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর শহরের কালীমন্দিরের সেবায়েত কালিপদ চক্রবর্তী (৩৫) রাত সাতটার দিকে কাঠবাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় বান্টি এক সহযোগীকে নিয়ে দোকানে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কালিপদের মৃত্যু হয়।
নিহত ব্যক্তির ভাই লক্ষ্মণ চক্রবর্তী জানান, মৃত্যুর আগে কালিপদ তাঁদের স্পষ্ট করে বলেছেন, শহরের ভৈরবপুর দক্ষিণপাড়ার বান্টি ও তার এক সহযোগী তাঁকে ছুরিকাঘাত করে। তবে ছুরিকাঘাতের কারণ তিনি বলে যেতে পারেননি।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, বান্টি ভৈরব বাসস্ট্যান্ডে এসে রাত নয়টার দিকে বাসযোগ পালিয়ে যাওয়ার সময় তাঁরা তাঁকে গ্রেপ্তার করেন। খুনের আলামত হিসেবে বান্টির রক্তমাখা জামা জব্দ করা হয়েছে।
You must log in to post a comment.