কিশোরগঞ্জ শহরে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাকির (২৮) ও শিপন (৩০)। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় শহরের পুরান থানা এলাকা থেকে একটি টু-টু রিভলবার, তিনটি মোবাইল ফোনসেট ও একটি মোটরসাইকেলসহ তাঁদের গ্রেপ্তার করে কিশোরগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামছুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ওই এলাকার জিনাত প্লাজার সামনে অস্ত্রসহ অবস্থান করছিলেন। এ সময় গোয়েন্দা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জাকির শহরের কলাপাড়া এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিকের ছেলে। শিপন গাইটাল এলাকার খোরশেদ আলমের ছেলে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেন জানান, এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।