জেলা যুবলীগের একদল নেতা-কর্মী হবিগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ সোহেল মিয়াকে মারধর ও তাঁর কার্যালয় তছনছ করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হবিগঞ্জ মডেল থানায় জেলা যুবলীগের সাত নেতা-কর্মীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জেলা যুবলীগের ১০-১২ জন নেতা-কর্মী হবিগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর খোঁজে কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলীর কক্ষে প্রবেশ করেন। সেখানে সোহেল মিয়ার কাছে কাজ পাওয়ার কোটেশন নিয়ে তাঁদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সহকারী প্রকৌশলীকে মারধর করেন তাঁরা।
You must log in to post a comment.