সন্ত্রাসী হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের মরদেহ গতকাল সোমবার দাফন করা হয়েছে। দুপুরে তাঁর মরদেহ উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের নিজ বাড়িতে আনা হয়। পরে স্থানীয় মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার (এসপি) মীর রেজাউল আলম, সাবেক সাংসদ মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজালসহ স্থানীয় কয়েক হাজার মানুষ অংশ নেয়।মরদেহ বাড়িতে আনার পর রফিকুলের স্বজনেরা কান্নায় ভেঙে পড়ে।
-Prothom alo