কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্রাহকেরা জানান, দিনে ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেন, লোডশেডিংয়ের কারণে এলাকার ক্ষুদ্র শিল্প ধ্বংসের মুখে পড়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতাল, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস জেনারেটর বা আইপিএস দিয়ে চালাতে হচ্ছে। এদিকে একশ্রেণীর লোক বাজারে জেনারেটর বসিয়ে উচ্চমূল্যে বিদ্যুৎ সরবরাহ করছে। এতে করে গ্রাহকদের পল্লী বিদ্যুৎকে এক দফা আর জেনারেটর ব্যবসায়ীদের আরেক দফা বিল পরিশোধ করতে হচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কটিয়াদী বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, জানি না বিদ্যুতের কষ্ট আমাদের কবে শেষ হবে।

– প্রথম আলো