উপজেলার উত্তর সালুয়া গ্রামে গতকাল সোমবার গভীর রাতে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসীর দাবি, ডাকাতি শেষে পালানোর সময় জনতার রোষানলে পড়ে দুজনের মৃত্যু হয়। তবে তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও এলাকাবাসী জানায়, উত্তর সালুয়া গ্রামের হারিছ মিয়ার বাড়িতে গতকাল রাত দুইটার দিকে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা পরিবারের সদস্যদের মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। ডাকাতেরা চলে যাওয়ার সময় পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিত্কার শুরু করে। এ সময় প্রতিবেশীরা মসজিদের মাইকে ডাকাতির বিষয়টি প্রচার করামাত্র লোকজন ঘর থেকে বেরিয়ে আসে। উপজেলার ডোমরাকান্দা এলাকায় জনতার হাতে দুই ডাকাত ধরা পড়ে। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পুলিশ রাতেই দুই ডাকাতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূয়ীদ চৌধুরী গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।