ঢাকা-চট্টগ্রাম রুটে টঙ্গী থেকে ভৈরববাজার পর্যন্ত ৬৪ কিলোমিটার নতুন আরেকটি রেললাইন নির্মাণের লক্ষ্যে চুক্তি সই হয়েছে।এক হাজার ৪০০ কোটি টাকার এই প্রকল্পের ঠিকাদার নির্বাচিত হয়েছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। গতকাল বুধবার রেলভবনে বাংলাদেশ রেলওয়ের পক্ষে সংস্থার মহাপরিচালক আবু তাহের এবং চায়না রেলওয়ে গ্রুপের পক্ষে ওয়েব ডং চুক্তিতে সই করেন।

এ সময় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাংক জিয়ানি উপস্থিত ছিলেন।রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলপথের দূরত্ব ৩২০ কিলোমিটার। এ পথের ১২৪ কিলোমিটারজুড়ে পাশাপাশি দুটি লাইন আছে। এর বাইরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় টঙ্গী-ভৈরববাজার পর্যন্ত আরও ৬৪ কিলোমিটার নতুন লাইন স্থাপন করা হবে।

২০১৪ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে।চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের রেলবিভাগের সচিব ইবাদত আলী ও প্রকল্প পরিচালক সাগর কৃষ্ণ চক্রবর্তী।

-প্রথম আলো