দেখতে মানুষের মতোই জীবন্ত, ডজনেরও বেশি ভাষায় কথাও বলতে সক্ষম, সেন্স অফ হিউমারও বেশ এমনই একটি রোবট কিনেছে নাসা। এই রোবটটিই নাসার কেনেডি স্পেস সেন্টারে ট্যুর গাইড হিসেবে কাজ করবে। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস-এর। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, নাসার এই রোবটিক ট্যুর গাইড রোবটির নাম রোবো থেসপিয়ান। এটি কমপ্রেস এয়ার চালিত এবং অ্যালুমিনিয়াম টিস্যু দিয়ে তৈরি।

রোবো থেসপিয়ান তৈরি করেছেন যুক্তরাজ্যের ইঞ্জিনিয়ার্ড আর্টস নামে একটি প্রতিষ্ঠান যার কর্মী সংখ্যা সাকুল্যে সাত জন।জানা গেছে রোবো থেসপিয়ান এর লাইট, স্ট্যান্ডার্ড এবং ডিলাক্স নামের তিনটি সংস্করণ তৈরি করেছেন গবেষকরা। জানা গেছে, রোবো থেসপিয়ানের প্রধান কাজ হবে কেনেডি স্পেস সেন্টারে গাইড হিসেবে ভিজিটরদের গাইড করা। এজন্য অবশ্য নাসাকে ৭০ হাজার পাউন্ডেরও বেশি খরচ করতে হয়েছে।

খবর-bdnews24