গাজীপুরের শ্রীপুর উপজেলার সাটুলিয়া বাজারে শনিবার ভোরে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গোল লাইন নিট ওয়্যার নামের এই পোশাক কারখানায় আগুন লাগে। দমকল কর্মীরা প্রায় চারঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে কারখানার স্টোর ইনচার্জ মো. আজমল হোসেন, সিকিউরিটি ইনচার্জ আবুল কালাম, ইলেকট্রিশিয়ান বাবুল মিয়া ও শ্রমিক (লোডার) ফিরোজ মিয়া আহত হন। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গাজীপুর দমকল কার্যালয়ের স্টেশন অফিসার আবু জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুর ও ভালুকা দমকল স্টেশনের কর্মীরা ভোর ৫টায় শুরু করে সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাটির ব্যবস্থাপক মো. রঞ্জু আলম জানান, কারখানার নিচ তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে তা ছড়িয়ে পড়ে। এতে সুতা, কাপড়, তৈরি গেঞ্জি ও অন্য মালামাল পুড়ে প্রায় ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।