কিশোরগঞ্জের বাজিতপুরকে প্রশাসনিক জেলা ঘোষণার দাবিতে শনিবার বাজিতপুর জেলা বাস্তবায়ন কমিটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আলোছায়া মোড়ে এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশা, রাজনৈতিক নেতা-কর্মী, ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেয়। একই দাবিতে সোমবার বাজিতপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ১৯ নভেম্বর মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে জেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদলের সভাপতিত্বে বক্তব্য দেন মিজবাহউদ্দিন আহম্মদ, আব্দুল্লাহ বোরহান কুফিয়া পিনু মিয়া, অধ্যাপক ইন্দ্রজিত দাশ, অ্যাডভোকেট আনোয়ারুল হক, মোবারক হোসেন, অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, রফিকুল ইসলাম, সানোয়ার আলী শাহ সেলিম, দীন ইসলাম, রকিব পারভেজ প্রমুখ।

বক্তারা বলেন, ‘শত প্রলোভন, বাধা-বিপত্তি, হয়রানি বা বঞ্চনার ভয় জেলা আন্দোলন থেকে বাজিতপুরবাসীকে হটাতে পারবে না, জেলার স্বপ্ন তারা যুগ যুগ ধরে লালন করে যাবে। আন্দোলন-সংগ্রাম, এমনকি রক্ত দিয়ে হলেও এ গণদাবি আদায় করা হবে।

-কালের কন্ঠ