বিশ্বকাপ ক্রিকেটের ৮০ ভাগ টিকিট বিক্রি বৃহস্পতিবার দুপুরেই শেষ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপ ক্রিকেটের টিকিট অ্যান্ড সিটিং কমিটির চেয়ারম্যান জিএস হাসান তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “আজ (বৃহস্পতিবার) দুপুর পর্যন্ত ৮০ ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। আগামী ১১ জানুয়ারির মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যাবে। এখন ছোট ম্যাচগুলোর টিকিট বিক্রি হচ্ছে।”

জেলা শহরগুলোতে বৃহস্পতিবার টিকিট বিক্রির শেষ দিন জানিয়ে হাসান তামিম বলেন, এরপরও যদি কোনো টিকিট অবিক্রিত থাকে সেগুলো ঢাকা, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জের ব্যাংকগুলোতে বিক্রি করা হবে।

বিশ্বকাপ স্থানীয় আয়োজক কমিটির (এলওসি) পরিচালক আলী হাসান বাবু জানান, চারটি প্রাকটিস ম্যাচের টিকিট এখনো বিক্রি হয়নি।

তবে ৩/৪ দিনের মধ্যে এসব টিকিটও বিক্রি হয়ে যাবে বলে আশা করছেন তিনি।

আটটি মূল ম্যাচের অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে বলে দাবি করেন এলওসি পরিচালক। উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রির সময়সীমা বিকালে এলওসির সাধারণ সভায় নির্ধারণ করা হবে বলে জানান আলী হাসান।

আগামী ১৭ ফেব্র”য়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এবার বিশ্বকাপের আয়োজনে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা।

গত রোববার থেকে বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু হয়েছে সিটি ব্যাংকের ৫০টি ও অগ্রণী ব্যাংকের ৩০টি শাখায়। এর মধ্যে ঢাকায় ব্যাংক দুটির ১২টি শাখায় টিকিট বিক্রি চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম