রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে দু’দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় যুব উৎসব শেষ হয়েছে বৃহস্পতিবার।

প্রথমবারের মতো ব্র্যাক বিশ্ববিদ্যালয় এ ধরনের উৎসবের আয়োজন করে। উৎসবে ১৭টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড়শ’ প্রতিযোগী অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাত প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. নিশাত বলেন, জীবনকে নিজের মতো উপভোগ্য করে তোলার জন্য শিক্ষার্থীদের পাঠ্যসূচীর পাশাপাশি বিভিন্ন ইতিবাচক কাজে আগ্রহ থাকা উচিত।

উৎসবের প্রথম দিন শেষ হয় অগ্নিঘূর্ণির মনোমুগ্ধকর প্রদর্শনী দিয়ে। এছাড়া ছিল নাচ ও গানের প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন শিল্পী সাদী মোহাম্মদ, পাপিয়া সারোয়ার, স্বপন দত্ত, ইয়াসমিন মুশতারী, শাহিন সামাদ, এম এ মান্নান, শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা এবং শর্মিলা বন্দ্যোপাধ্যায়।

উৎসবের দ্বিতীয় দিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। এসব প্রতিযোগিতার মধ্যে ছিল উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন, পল্লীগীতি ও আধুনিক গান।

উপস্থিত বক্তৃতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইংরেজী দৈনিক নিউ এইজ সম্পাদক নূরুল কবির, জেসরিনা হায়দার এবং মাবরুর ওয়াসি। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক ছিলেন শিল্পী হামিদুজ্জামান খান, নিসার আহমেদ এবং রোকেয়া সুলতানা।

পল্লীগীতিতে বিচারক ছিলেন শিল্পী মোস্তাফা জামান আব্বাসী, নাদেরা বেগম এবং বিপুল ভট্টাচার্য। আধুনিক গানে শিল্পী ফাতেমা-তুজ-জোহরা, শাম্মী আকতার এবং সৈয়দ আব্দুল হাদী বিচারকের দায়িত্ব পালন করেন।

এছাড়া সমাপনী দিনে প্রদর্শিত হয় চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র। দিন ব্যাপী চলে খাদ্য উৎসব, মুখমন্ডলে ছবি আঁকা, হাতে মেহেদি লাগানো ও বিভিন্ন মজার খেলা। এ উৎসবের পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৩০টি ক্লাব ও ফোরামের আয়োজনে ‘ক্লাব ফেয়ার’ অনুষ্ঠিত হয়।

উৎসবের দু’দিনব্যাপী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উৎসবের সমাপনী অনুষ্ঠান আগামী রোববার অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীরা আগামী অক্টোবর-নভেম্বর মাসে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য “সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ইয়ুথ ফেস্টিভ্যাল” এ সরাসরি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন। উৎসবে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশ নেবে।