আজ শুক্রবার দুপুরে এ সংঘর্ষ বাধে। আহতদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে লুন্দিয়া গ্রামের হাজি বাড়ি ও আলী বাড়ির লোকজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। আজ সেই সোমবারের ঘটনার মীমাংসার জন্য সালিসের আয়োজন করা হয়। কিন্তু আজ সালিস বসার আগেই বেলা ১২টার দিকে হাজি বাড়ির লোকজনের ওপর আলী বাড়ির লোকজন হামলা চালালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত ৪৫ জন আহত হয় বলে জানা গেছে। পরে ভৈরব থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা চন্দ্রশেখর দত্ত জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভৈরব থানার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকায় বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।