হোসেনপুর পৌরসভা নির্বাচনে মঙ্গলবার উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিন ছিল। এতে মেয়র পদে ৯, সংরক্ষিত মহিলা আসনে ১২ ও সাধারণ কাউন্সিলর পদে ৪৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মেয়র পদে বৈধ মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন—মো. আয়ুব আলী, আবদুল কাইয়ুম খোকন, সন্তোষ চন্দ্র মোদক, এসএম মাহবুবুর রহমান, আবদুল বাতেন ফরিদ, আবদুস সালাম কমান্ডার, মো. সোহরাব উদ্দিন ভেন্ডার, আবদুল কাদির স্বপন কাদরী, মো. মানিক মিয়া। ২০০৬ সালে হোসেনপুর পৌরসভার কার্যক্রম শুরু হওয়ার পর এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মো. তমিজুল ইসলাম জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১ জানুয়ারি ২০১১ এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি।

বাজিতপুর পৌরসভায় ৪ মেয়র প্রার্থী গণসংযোগ করছেন। মেয়র প্রার্থীরা হলেন সাবেক ছাত্রলীগ সভাপতি মো. ছারওয়ার আলম, বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. আমিরুল হোসেন সুজন, পৌর বিএনপির সভাপতি ও পাদুকা শিল্পের সিনিয়র সহ-সভাপতি এহেসান কুফিয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম গোলাপ এবং জাতীয় পার্টির সভাপতি নাজমুল আরেফিন নাসিম।