বিশ্বজুড়ে ট্যাবলেট পিসি নিয়ে প্রযুক্তির অঙ্গনজুড়ে চলছে গুঞ্জন। এতে নতুন মাত্রা এনেছে এইচপি।

অচিরেই ট্যাবলেট দাম কমিয়ে আনার ঘোষণা দিয়েছে এ নির্মাতা। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

সিঙ্গাপুরে টাচপ্যাড উন্মোচনের মাধ্যমে দাম কমানোর এ ভোক্তাবান্ধব কার্যক্রম চালু করা হবে। অ্যাপল আইপ্যাডের বাজার প্রতিযোগিতায় নিজের অবস্থান আরও সুদৃঢ় করতে এইচপি এ উদ্যোগ নিয়েছে।

এর ফলে ১৬ গিগবাইট মেমোরির ট্যাচপ্যাডের দাম পড়বে ৪০০ ডলার। আর ৩২ গিগাবাইট মেমোরিতে এর দাম হবে ৫০০ ডলার। উল্লেখ্য, এটি আগের দামের তুলনায় ১০০ ডলার কম।

এ মুহূর্তে ট্যাবলেট পিসির বাজারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এ তালিকায় আছে ব্ল্যাকরেবির প্লেবুক, এইচপির টাচপ্যাড এবং অ্যাপলের আইফোন। সঙ্গে আসছে মটোরোলা এবং হুয়াওয়ে।

এতসব কিছুর পরও আইফোনের বাজার এখনও অনঢ়। তবে এসব নির্মাতা প্রতিষ্ঠানের একের পর এক উদ্যোগ আইফোনকে কিছুটা হলেও চাপে ফেলেছে বলে বিশেষজ্ঞেরা অভিমত দিয়েছেন।

 

বাংলা নিউজ