বিরোধীদলের শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তবে তিনি প্রশ্ন তুলেছেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে তখন হরতাল কেন?

খালেদা জিয়ার বাড়ি রক্ষা, দুর্নীতির দায়ে অভিযুক্ত দুই ছেলেকে রক্ষা ও যুদ্ধাপরাধের বিচার বানচাল করাই এ হরতালের লক্ষ বলে মত দিয়েছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের এক জরুরি বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন সৈয়দ আশরাফ।

বিরোধীদল শান্তিপূর্ণভাবে হরতাল পালন করবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, হরতালের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। এতে আওয়ামী লীগের কিছু করার নেই।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম