স্বর্ণের পরিমাপ এবং বিশুদ্ধতা সম্পর্কে জেনে নেই
বেশ কিছু বছর বলা যায় বিগত ১ যুগ ধরে ক্রমাগতভাবে স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী থাকার পর বর্তমানে স্বর্ণের দাম বেশ কিছু কমেছে, অনেকে বলছেন তিন দশকের মধ্যে এটি স্বর্ণের দরের সবচেয়ে খাড়া দরপতন।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরঃ
১ গ্রাম (১১.৬৬৩৮ গ্রাম এ ১ ভরি) স্বর্ণের দাম এখন ৪৪.৫০ ইউএস ডলার। যদি ১১.৬৬৩৮ গ্রাম এ ১ ভরি হয়, এই হিসেবে এক ভরি স্বর্ণের মুল্য ১১.৬৬৩৮X৪৪.৫০ = ৫১৯.০৪ ডলার, যা বাংলাদেশী টাকায় ৪০৯০০.৩৫২ টাকা হয় (১ ডলার = বিডিটি ৭৮.৮০ টাকা হিসেবে)।

সিঙ্গাপুরের মোস্তাফা মার্কেটের দরঃ
১ গ্রাম (১১.৬৬৩৮ গ্রাম এ ১ ভরি) স্বর্ণের দাম এখন ৫৫.৭০ ডলার। যদি ১১.৬৬৩৮ গ্রাম এ ১ ভরি হয়, এই হিসেবে এক ভরি স্বর্ণের মুল্য ১১.৬৬৩৮X৫৫.৭০ = ৬৪৯.৬৭ ডলার, যা বাংলাদেশী টাকায় ৪১০৯৮.১২৪ টাকা হয় (১ ডলার = বিডিটি ৬৩.২৬ টাকা হিসেবে)।
এই ক্যালকুলেশন টি করা হয়েছে সিঙ্গাপুর সময় (১৬.১৫) ০৪ টা ১৫ মিনিটে ।

অনেকে হয়ত স্বর্ণ কেনার কোথা ভাবছেন আবার হয়ত অনেকে প্রয়োজনের সময় কিনবেন, তাদের তরে আমার এ ছোট্ট প্রয়াস। আমরা সবাই জানি স্বর্ণ একটি মূল্যবান ধাতু। আমরা যখন স্বর্ণ কিনি তখন সবাই চিন্তা করি, ঠকবো না-তো বা ঠকলাম না-তো? যখন কোন স্বর্ণের অর্ণামেন্টস খরিদ করবেন, তখন স্বর্ণের পরিমাপ এবং বিশুদ্ধতার কিছু তথ্য জেনে নিন।

সোনার পরিশুদ্ধতা (ক্যারাট) পরিমাপের গাণিতিক সুত্রঃ

X=24/(Mg/Mm)
যেখানে, X হল সোনার ক্যারাট হিসাব ,
Mg হল অলংকারে খাটি সোনার ভর
Mm হল অলংকার এর মোট ভর

স্বর্ণ পরিমাপের এককঃ
১ ভরি = ১৬ আনা
১ ভরি = ৯৬ রতি
১ আনা = ৬ রতি

 

স্বর্ণের পরিমাপ এবং বিশুদ্ধতা সম্পর্কে জেনে নেই

এই পরিমাপের একক আমাদের বাংলাদেশে বহুল ব্যবহার হয়ে থাকে। কিন্তু আন্তর্জাতিক পরিমাপের একক ভিন্ন, যেমনঃ
১ আউন্স = ২.৪৩০৫ ভরি
১ আউন্স = ২৮.৩৪৯৫ গ্রাম
১ ভরি = ০.৪১১৪৩ আউন্স
১ ভরি = ১১.৬৬৩৮ গ্রাম

এছারাও রয়েছেঃ
The Troy system, often used to measure precious metals and gem stones.
1 troy ounce = 480 grains
1 grain = 64.798 91 milligram
1 troy ounce = 31.1034768 grams
24 grains = 1 pennyweight
20 pennyweight = 1 troy oz
12 troy oz = 1 troy lb
The Metric system is also used
1 Troy Ounce = 31.103 Grams
1 Pennyweight =1.555 Grams
15.432 Grains =1 Gram
1 Grain = .0648 Grams
Abbreviations:
gr= Grains
Gm = Grams
Oz = Ounce
ozt = Troy Ounces
dwt = Pennyweight
Kgm = Kilogram (1000 grams)
এখানে উল্লেখ্য যে, গ্রাম এবং গ্রেইন এর মধ্যে পার্থক্য অনেকেই ভুল করে থাকে।

সর্বশেষে আমি বলব, স্বর্ণ কেনার সময় যা জানা আপনার বেশী প্রয়োজন তাহলো আপনি কত ক্যরেটের স্বর্ণ কিনছেন বা কিনবেন। স্বর্ণ সাধারনত: ২৪, ২২, ২১ ও ১৮ ক্যরেটের হয়ে থাকে বা ১৪ এবং ১০ ক্যরেটেরও স্বর্ণ আছে। ক্যারেট অনুযায়ী পিউরিটির একটি তালিকা নিন্মে তুলে ধরছিঃ

২৪ ক্যারেট= ৯৯.৯৯ % পিউর
২২ ক্যারেট= ৯১.৬০ % পিউর
২১ ক্যারেট=৮৭.৫০% পিউর
১৮ ক্যারেট= ৭৫.০০ % পিউর
১৪ ক্যারেট= ৫৮.৫ % পিউর
১০ ক্যারেট= ৪১.৭ % পিউর

এ তালিকা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। তাই আপনি যখনই কোন স্বর্ণের অর্ণামেন্টস কিনবেন অবশ্যই অর্ণামেন্টেস এর গায়ে খোদায় করা ক্যারেট লেখা দেখে নিবেন, অর্ণামেন্টেস এর গায়ে খোদায় করা লেখা থাকবে ৯৯৯৯ অর্থাৎ ২৪ ক্যারেট , ৯১৬ অর্থাৎ ২২ ক্যারেট, ৮৭৫ অর্থাৎ ২১ ক্যারেট, ৭৫০ অর্থাৎ ১৮ ক্যারেট। চেনের হুকে খোদায় করা থাকে।

তথ্য সুত্রঃ  এক , দুই, তিন, চার