এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল বৃহস্পতিবার (১৫ জুলাই) প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা বোর্ডের প্রধানরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সকাল সাড়ে ৯টায় ফলাফল হস্তান্তর করবেন। এরপর দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তা প্রকাশ করা হবে।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার পর ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ হতে যাচ্ছে।

গত ১ এপ্রিল সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শেষ হয় মে মাসের দ্বিতীয় সপ্তাহে।

এ বছর ১০ বোর্ডের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৭ লাখ ৩৬ হাজার ৩৭৩ জন। এর মধ্যে ৪ লাখ ৪৬৪ জন ছাত্র এবং ৩ লাখ ৩৫ হাজার ৯০৯ জন ছাত্রী।