অন্তহীন নন্দীত ঐতিহ্যের পাশাপাশি ব্রিটিশ শাসন আমলে ইংরেজ বেনিয়ারা প্রতিষ্ঠিত করে কটিয়াদীর জালালপুরে নিন্দিত নীল কুঠির । ১৮৮৬ খ্রীঃ বর্তমান কটিয়াদী ঊপজেলার অন্তর্গত জালালপুরে ঊপমহাদেশের সবচেয়ে বড় নীল চুল্লী ছিল। এখনো এই নীল চুল্লীর ধংসাবশেষ রয়েছে । যেখানে আর্তমানবতার ভাষা স্তব্ধ। যেখানে অত্যাচার অবিচারের দাপট ছিল আকাশচুম্বি এখনো কালের সাক্ষী হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে এই নীল কুঠির। পরাধীনতার রজ্জু যে কত নিষ্ঠুর এই নীল কুঠিরই তার দৃষ্টান্ত ।

কেমন করে নিশংস বেত্রাঘাতে পিঠের চামড়া তুলে নিয়ে কোমড়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখতো গাছের ডালে, সারাদিন মাঠে মাঠে নীল চাষ করে শেষে কানমলা দিয়ে শুন্য হাতে ফেরত পাঠানোর সাক্ষী এই জালালপুরের নীলকুঠি।

হযরত শাহ সুলতান হাফিজ ইরানী (রঃ) মাজার অঞ্চলে নীল বিদ্রোহের নেতৃত্রের মূল ঘাটি ছিল। নীল কুঠির এলাকার জলমহলকে কুঠির বিল নামে আজ ও ডাকা হয়। (ভারতের কৃষক বিদ্রোহের গনতান্ত্রিক সংগ্রাম- নীল বিদ্রোহ পর্ব –সুখ প্রকাশ রায়)