জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেছেন, জাতীয় উন্নয়ন ও দেশের সামগ্রিক অগ্রগতিতে ভূমিকা রাখতে বিরোধীদলকে অবশ্যই সংসদে যাওয়া উচিত। কারণ দেশের জনগণ মনে করে তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে এসে অবদান রাখুক। তিনি আরো জানান, জাতীয় উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বুধবার কিশোরগঞ্জের ইটনায় স্থানীয় চৌগাঙ্গা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মো. শামসুদ্দিনের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ-তাড়াইল নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পিপি শাহ আজিজুল হক, জেলা আওয়ামী লীগ নেতা শাহাদৎ হোসেন, এম এ আফজাল, আনোয়ার কামাল, মো. খলিল প্রমুখ।